২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-২ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

অধ্যায় এক : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় এক : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম’ থেকে আরো ১৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৭। বার্নিয়ের কোন দেশের পর্যটক?
ক. ফরাসি খ. পর্তুগিজ
গ. ইংলিশ ঘ. স্প্যানিস
১৮। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?
ক. ১১ বছর খ.১৩ বছর
গ. ১৬ বছর ঘ. ২২ বছর
১৯। ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে কত লোক মারা গিয়েছিল?
ক. প্রায় ৭০ লাখ খ. প্রায় ১ কোটি
গ. প্রায় ২ কোটি ঘ. প্রায় ৩ কোটি
২০। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি?
ক. বাণিজ্য চুক্তি খ. শান্তি চুক্তি
গ. বৈদেশিক চুক্তি ঘ. যুদ্ধবিরতি চুক্তি
২১। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?
ক. ১৭৯৩ সালে খ. ১৭৯২ সালে
গ. ১৭৯১ সালে ঘ. ১৭৯০ সালে
২২। কত সালে আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন?
ক. ১৭৫৭ সালে খ. ১৭৫৬ সালে
গ. ১৮৫৮ সালে ঘ. ১৮৫৭ সালে
২৩। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯১১ সালে ঘ. ১৯১২ সালে
২৪। সেনদের হটিয়ে কে বাংলা দখল করে?
ক. বখতিয়ার খিলজি
মুহম্মদ ঘুরী ,
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. শায়েস্তা খান
২৫। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো-
i. অতিরিক্ত করের বোঝা
ii. ফসলে পোকার আক্রমণ
iii. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও iii
২৬। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৫ আগস্ট, ১৯৪৭ সালে
খ. ১৬ আগস্ট, ১৯৪৭ সালে
গ. ১৪ আগস্ট, ১৯৪৭ সালে
ঘ. ১৭ আগস্ট ১৯৪৭ সালে
২৭। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল-
ক. আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ. মুসলমানদের দাবিদাওয়া তুলে ধরা
গ. হিন্দুদের দাবিদাওয়া তুলে ধরা
ঘ. আলাদা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা
২৮। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল-
ক. সোনারগাঁও খ. কলকাতা
গ. বিহার ঘ. মুর্শিদাবাদ
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রিয়তা একজন তরুণ লেখক এবং সমাজ সচেতন নাগরিক। সে মনে করে, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল, তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায় অবিচার দূর করতে তরুণদের মধ্যে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে।
২৯। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
৩০। প্রিয়তা ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেন-
i. লর্ড বেন্টিঙ্ক
ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও ii গ. ii ঘ. iii
৩১। কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
ক. ১৩৩৮ সালে খ. ১৩৫০ সালে
গ. ১৩০৫ সালে ঘ. ১৩৩৫ সালে
৩২। ওয়েস্ট ফালিয়ার চুক্তি হলো-
ক. গরিব দেশগুলোর মধ্যে একটি চুক্তি
খ. ধনী দেশগুলোর মধ্যে একটি চুক্তি
গ. যুদ্ধরত দেশগুলোর মধ্যে একটি চুক্তি
ঘ. উপনিবেশ দেশগুলোর মধ্যে একটি চুক্তি
৩৩। বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন-
ক. শায়েস্তা খান
খ. প্রতাপাদিত্য
গ. মুসা খান ঘ. ঈসা খান
উত্তর : ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০.খ ২১. ক ২২.খ ২৩.গ ২৪. ক ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.ঘ ২৯.গ ৩০.খ ৩১। ক ৩২। গ ৩৩। ঘ।


আরো সংবাদ



premium cement
মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস চাঁদপুরে জাহাজ থেকে উদ্ধার আরো ২ জনের মৃত্যু সিরিয়ার শাসকদের সাথে সরাসরি যোগাযোগ নেই : ইরান কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি বিপিএলের মিউজিক ফেস্ট শুরু ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে

সকল